ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮, আটক ১

প্রকাশিত: ১৭:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২০

দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮, আটক ১

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর উত্তরপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ ১জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, পুর্ব বিরোধের জের ধরে নিজাম উদ্দিন ও মতিন বিশ্বাসের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজি¦ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপেরে ঘটনা ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে ধারাল অস্ত্র ও লাঠির আঘাতে নিজাম উদ্দিন (৪৫), রুবেল (৩২), সাদ্দাম হোসেন (৩০), নজু বিশ্বাস (৪০), মতিন বিশ্বাস (৪৫), সুমন (১৮) ও নান্টু (২০) সহ উভয়পক্ষের অন্তত ৮জন আহত হয়। আহতদের মধ্যে সাদ্দাম হোসেনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এসময় মতিন বিশ্বাস পক্ষের প্রধান মতিনকে আহত অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। সংঘর্ষের ঘটনায় নিজাম উদ্দিন তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা চলা অবস্থায় প্রতিপক্ষরা হামলা চালিয়ে হালখাতার টাকা লুট করেছে বলে থানায় অভিযোগ দিয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে আটক মতিন বিশ্বাসকে পুলিশ আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।
×