ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

আবাসিক হোটেলের অনুমোদিত বার খুলছে

প্রকাশিত: ২২:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২০

আবাসিক হোটেলের অনুমোদিত বার খুলছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকাসহ সারাদেশে আবাসিক হোটেলে অনুমোদিত যেসব বার রয়েছে সেগুলো খোলার অনুমতি দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক হামিমুর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেয়া হয়। জারি করা আদেশে উল্লেখ করা হয়, কোভিড প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩১ মার্চে সংখ্যক স্মারকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। এখন শুধুমাত্র আবাসিক হোটেল বারসমূহের (যেসব হোটেলে আবাসন ব্যবস্থা রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেয়া হলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক হামীমুর রশিদ বলেন, শুধু যেসব হোটেলে দেশী-বিদেশী অতিথি অবস্থান করেন বা আবাসন ব্যবস্থা রয়েছে, সেসব হোটেলের অনুমোদিত বারগুলো খোলার অনুমতি দেয়া হয়েছে। অন্যান্য রেস্টুরেন্ট বার বা কাব বারগুলোর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রেস্টুরেন্ট বার বা কাব বারে সাধারণত জনসমাগম বেশি হয়ে থাকে। এসব বারে ভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখাও কঠিন। আর রেস্টুরেন্ট বারগুলো খুলে দেয়া আবশ্যিক কোন বিষয়ও নয়, এ কারণে পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করে রেস্টুরেন্ট বার ও কাব বারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সূত্রগুলো জানায়, সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ায় বিদেশী পর্যটক বা বিভিন্ন কাজে বিদেশী নাগরিকরা যাতায়াত শুরু করেছেন। এছাড়া দেশেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য অনেক বিদেশী নাগরিক আবাসিক হোটেলে অবস্থান করেন।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

ফটিকছড়িতে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ
পুনরায় দূতাবাস চালু করছে সৌদি ও সিরিয়া
ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় আরাভ খান
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে, নিহত ২
আয়ারল্যান্ডকে উড়িয়ে টাইগারদের সিরিজ জয়
নিত্যপণ্যের দাম কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার
দেশে কোনো রাজনৈতিক সংকট নেই: তথ্যমন্ত্রী
গণভবনে থাকছে না ইফতার পার্টির আয়োজন
শনিবার খোলা থাকবে ব্যাংক
ইফতার করলেন শরীয়তপুরের ২০ গ্রামের মানুষ
র‌্যাগিংয়ের দায়ে শাবির ১৬ শিক্ষার্থীকে হলে নিষিদ্ধ, একজনকে বহিষ্কার
২৫ মার্চকে গণহত্যা বা জেনোসাইডের স্বীকৃতি দিতে হবে
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে আটক করেছে র‌্যাব
রাজধানীতে ভ্রাম্যমাণ গরু ও খাসির গোশত বিক্রি শুরু
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৮
মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড