ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানসহ ৬জনের বিরুদ্ধে আদালতে চাজর্শীট

প্রকাশিত: ২১:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২০

অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানসহ ৬জনের বিরুদ্ধে আদালতে চাজর্শীট

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানসহ ৬জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দিয়েছেন তদন্তকারী সংস্থা সিআইডি। মামলার অন্য আসামিরা হচ্ছে, মোঃ আক্তারুজ্জামান, মোঃ রোমান, মোঃ আরিফুর রহমান ওরফে সীমান্ত আরিফ, চৌধুরী গোলাম মাওয়ালা ওরফে শাওন এবং ইয়াংসিক লি। সিআইডি জানায়, অনলাইনের ক্যাসিনোর মাধ্যমে অবৈধভাবে উপার্জিত ১৩ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ১৪৬ টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন সেলিম প্রধান। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ জিসানুল হক জানান, অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অবৈধভাবে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ ও দেশি-বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে রাখার দায়ে ২০১৯ সালের ২ অক্টোবর রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সেলিম প্রধানসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা (নম্বর-৪) দায়ের করা হয়। এরপরে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম খান তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ আসামির বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। এএসপি জিসানুল হক জানান, অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অবৈধভাবে উপার্জিত টাকার পরিমাণ ১৩ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ১৪৬ টাকা। এই টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এর আগে ঘটনার সময়ে ২৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা এবং বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৭০ লাখ টাকা অভিযানে র‌্যাব উদ্ধার করে। উদ্ধার হওয়া সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। তিনি জানান, মামলাটিতে তদন্তকালে আসামি সেলিম প্রধানের ৬ কোটি টাকার ২টি চেক উদ্ধারসহ ৯টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও থাইল্যান্ডে তার একটি বাগান বাড়ির সন্ধান পাওয়া যায়। এছাড়া আসামিদের ৮৩টি ব্যাংক একাউন্টের তথ্য সংগ্রহ এবং ফ্রিজ করা হয়েছে। তবে এ বিষয়ে আলাদাভাবে অনুসন্ধান করছে তদন্তকারী সংস্থা সিআইডি।
×