ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থার ফের অবনতি

প্রকাশিত: ২৩:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২০

এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থার ফের অবনতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে থাকা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে প্রার্থনা ও দোয়া চাওয়া হয়েছে। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জামাতা এ্যাডভোকেট শেখ রিয়াজুল হক মঙ্গলবার সন্ধ্যায় জনকণ্ঠকে বলেছেন, ‘আমাদের মানসিক অবস্থা ভাল নেই। উত্তর দেয়ার মতো অবস্থা নেই। উত্তর দিতেও চাচ্ছি না। উনার জন্য শুধু দোয়া ও প্রার্থনা করবেন। অবস্থা ভাল থাকলে আইসিইউতে নেয়া হতো না। অবস্থা ভাল নেই।’ এর আগে ২১ সেপ্টেম্বর রাতে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান, এ্যাটর্নি জেনারেলের ফুসফুস কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভাল না, শঙ্কামুক্ত নয়। তার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ২০ সেপ্টেম্বর এ্যার্টনি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, ‘নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।’ এর আগে ৪ সেপ্টেম্বর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওইদিনই এ্যাটর্নি জেনারেল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। করোনা পজিটিভ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত ৩ সেপ্টেম্বর রাতে এ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচে ভর্তি হন। এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর হঠাৎ তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শুক্রবার ভোরেই তাকে আইসিইউতে নেয়া হয়।
×