ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মতবিনিময় সভায় জি এম কাদের

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি

প্রকাশিত: ১৭:৪১, ২১ সেপ্টেম্বর ২০২০

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। যারা দলকে শক্তিশালী করতে কাজ করছেন, দলের প্রতি ত্যাগ আছে, গণমানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে তারাই দলীয় মনোনয়নে অগ্রাধিকার পাবেন। প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি শক্তিশালী প্রতিদ্বন্দিতা করবে বলেও জানান তিনি। সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্মের সামনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি গ্রহণযোগ্য এমন মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, জাতীয় পার্টি সবসময় অন্যায়-অবিচারের বিপক্ষে। গণমানুষের স্বার্থ ও অধিকার সংরক্ষণই জাপার রাজনীতির বৈশিষ্ঠ। তাই নতুন প্রজন্মের সামনে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান ও উন্নয়ন কর্মকা- তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, জাতীয় পার্টি আর পিছিয়ে থাকবেনা। আমরা সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই সকল উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করছি। শেষ পর্যন্ত আমরা নির্বাচনে লড়াই করে যাব। কারণ মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। জাপা সব সময় মানুষের পক্ষে রাজনীতি চালিয়ে যাবে এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমাদের অতীতে মানবতার রাজনীতি ও সেই ইতিহাস দেশের মানুষ মনে রেখেছেন। তাই দল মত নির্বিশেষে জাতীয় পার্টির প্রতি মানুষের আন্তরিকতার শেষ নেই। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে আমরা রাজনীতিতে খুব ভাল স্থন তৈরী করতে পারিনি। সামনের দিনগুলোতে আমরা আরো হিসাব নিকাশ করে পথ চলবো। সব ভুল কাটিয়ে জাপা হবে জণমুখি আর মানুষের দল। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হবিগঞ্জ জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জাতীয় পার্টি নেতা আবু বকর খান, সেলিম খান, আফরোজ আফগান তালুকদার, মো. নুর মিয়া সভায় বক্তব্য করেন।
×