ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোনার বাজারে অভিযান চালানোর আহ্বান

প্রকাশিত: ২২:১২, ১৮ সেপ্টেম্বর ২০২০

সোনার বাজারে অভিযান চালানোর আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভোক্তারা যেন স্বর্ণালঙ্কার কিনে কোন ধরনের প্রতারণার শিকার না হন, সেজন্য স্বর্ণের বাজারে সরকারের সংশ্লিষ্ট দফতরকে অভিযান পরিচালনা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের ৮ নবেম্বর পাস করা স্বর্ণ নীতির ৫ নম্বর ধারা মোতাবেক স্বর্ণমান প্রণয়ন, যাচাই ও নিয়ন্ত্রণ এর উপধারা ৫.১ থেকে ৫.৫ মোতাবেক স্বর্ণের মান নিশ্চিতে হলমার্ক পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে নিম্নমানের স্বর্ণ/রুপা/হীরা দিয়ে অলঙ্কার তৈরি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে; যা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া এ ধরনের প্রতারণা বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সরকারের বিভিন্ন সংস্থার কঠোর অবস্থান রয়েছে।
×