ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কালকিনিতে সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১০:০৮, ৪ জুলাই ২০২৫

কালকিনিতে সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি: জনকণ্ঠ, আহবায়ক লিয়াকত, সদস্য সচিব ওয়াশিম (বাম থেকে)

"মূলধারায় পরিচ্ছন্ন সাংবাদিকতায় আমরা অঙ্গীকারবদ্ধ", এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনিতে সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সকালে সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে উক্ত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এতে মাই টিভি ও আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতকে আহ্বায়ক ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সাহাদাত হোসেন ওয়াশিমকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটি অনুমোদন দেন কালকিনি উপজেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক এইচ এম মিলন, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার কালকিনি-ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ জাফরুল হাসান, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার কালকিনি-ডাসার প্রতিনিধি নাসিরউদ্দিন ফকির লিটন।

ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি ম. ম. হারুন অর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার কালকিনি প্রতিনিধি আবির হাসান পারভেজ, এবং একুশে টিভির কালকিনি উপজেলা প্রতিনিধি রকিবুজ্জামানসহ হৃদয়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মুমু ২

×