ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাহাউদ্দিন নাসিম হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০০:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

বাহাউদ্দিন নাসিম হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধি ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি নিজেই জনকণ্ঠকে এ কথা জানিয়েছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ভয়াল রাজনৈতিক নির্যাতনের শিকার ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হওয়া বাহাউদ্দিন নাছিম জনকণ্ঠকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। বুধবার সকালে হাসপাতালে আরও কিছু টেস্ট করাতে আসলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভর্তি হয়েছি। করোনা ভাইরাসের প্রকোপের শুরু থেকেই দলীয় প্রতিটি কার্যক্রমে নিয়মিত অংশ নেয়া আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক সবার কাছে দোয়া চেয়ে বলেন, শারীরিকভাবে এখনও তেমন বড় কোন সমস্যা হচ্ছে না। সাড়ে ২১ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা স্টাফ রিপোর্টার ॥ ভ্যাট গোয়েন্দার অভিযানে রাজধানীর বারিধারার মানবসম্পদ সেবার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাড়ে ২১ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটিত হয়েছে। ফ্রন্ট ডেস্ক বাংলাদেশ লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানের অফিসে বুধবার এ অভিযান চালানো হয়। ভ্যাট গোয়েন্দা অধিদফতর বুধবার ফ্রন্ট ডেস্কের বিরুদ্ধে ২১ কোটি ৪৯ লাখ টাকা ভ্যাট ফাঁকির মামলা করেছে। প্রতিষ্ঠানটি দেশের খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠানে টেকনিক্যাল ও সাধারণ মানবসম্পদ সেবা বিক্রয় করে থাকে। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটি এই সেবা বিক্রয় করে আসছে। ভ্যাট ফাঁকির গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার একটি দল ১০ আগস্ট বারিধারার অফিসে অভিযান চালায়। এতে ভ্যাট আইনের ৮৩ ধারা প্রয়োগে তাদের প্রাঙ্গণের নিজস্ব কম্পিউটার ও সংরক্ষিত বাণিজ্যিক কাগজপত্র জব্দ করা হয়।
×