ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে গো-খাদ্য-পোল্ট্রী সামগ্রীর মূল্য বৃদ্ধিতে খামারীরা দিশেহারা

প্রকাশিত: ১৩:০০, ১৬ সেপ্টেম্বর ২০২০

বাগেরহাটে গো-খাদ্য-পোল্ট্রী সামগ্রীর মূল্য বৃদ্ধিতে খামারীরা দিশেহারা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে গো-খাদ্রের তীব্র সংকট ও র্ফামের খাদ্যের উপকরণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারনে খামারীরা দিশেহারা হয়ে পড়ছেন। পাশাপাশি হাঁস-মুরগীর প্রতিশোধক টীকা/ ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। চাষিরা ছোটাছুটি করেও প্রয়োজনীয় ভ্যাকসিন পাচ্ছেন না। পোল্ট্রি খাবারেরও দাম বেড়েছে। এ অবস্থায় পোল্ট্রি খামারীরাও হাপিত্যেশ করছেন। আমফান ও অতিবৃষ্টি-সহ অস্বাভাবিক জোয়ারে এ অঞ্চলে অধিকাংশ খামারীরা ক্ষতিগ্র্স্ত হন। খড়কুটো সহ গো-খাদ্যের মারত্মক ক্ষতি হয়। স্বল্প মূলধনের অধিকাংশ খামারী পথেবসার উপক্রম হয়েছেন। তাদের ফার্ম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্খা করছেন তারা। ফলে মাংস, দুধ ও ডিমের স্বাভাবিক সরবরাহ বাধাগ্রস্ত হয়ে আমিষের যোগান ব্যাহত হবে। র্ফাম মালিক ও চাষিরা স্বল্প সুদে ঋণ, ভুত্তকি ও প্রনোদনার দ্রুত সহায়তার আর্জি জানিয়েছেন। এব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান বলেন, জেলা প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন খামারীদের প্রণোদনার নগত অর্থ প্রদানে কাজ করছি। সেই তালিকা মোতাবেক তাদের ব্যাংক একাউন্ড সহ ফার্ম মালিক ও চাষিদের নামের তালিকা মোতাবেক সরকার তাদের প্রণোদনার ব্যাবস্থা গ্রহণ করছে। গোখাদ্য ও হাঁস-মুরগীর খাদ্য সংকটের সমাধানে বাজার মনিটরিং করা হচ্ছে। ভ্যাকসিনের চাহিদা বেশী থাকায় অতিরিক্ত ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে।
×