ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষ জনশক্তি তৈরিতে ৬৪ জেলায় প্রশিক্ষণ কেন্দ্র হবে

প্রকাশিত: ২৩:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২০

দক্ষ জনশক্তি তৈরিতে ৬৪ জেলায় প্রশিক্ষণ কেন্দ্র হবে

ফিরোজ মান্না ॥ সরকার দক্ষ জনশক্তি তৈরির জন্য দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ৪৭টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন নতুন নতুন ট্রেড চালুর পরিকল্পনা করারও উদ্যোগ নেয়া হয়েছে। দক্ষ জনশক্তি ছাড়া অদক্ষ আধাদক্ষ কর্মীর চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এজন্য দেশের সব জেলায় প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি শেষ হওয়ার পরই বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর প্রয়োজন হবে। এ কারণেই দক্ষ কর্মী তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জনকণ্ঠকে বলেন, দেশের সব জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয় নিয়ে কাজও শুরু করেছে মন্ত্রণালয়। মানিকগঞ্জে একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। বিদেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে সরকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যুগোপযোগী ও বিশেষ চাহিদা সম্পন্ন নতুন নতুন ট্রেড চালুর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি বিশেষায়িত বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। দেশকে ভালবাসে বলেই প্রবাসী কর্মীরা দেশে বিপুল অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ দিয়ে অধিক সংখ্যক দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে রেমিটেন্সের উর্ধগতি অব্যাহত থাকবে। এছাড়াও যেসব জেলা থেকে কমসংখ্যক কর্মী বিদেশে যায়, সেসব জেলা থেকে সরকার অধিকসংখ্যক দক্ষ কর্মী বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রবাসী-আয় আমাদের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস হচ্ছে প্রবাসী-আয়। তাই এই খাতকে এগিয়ে নিতে আমাদের আরও সচেষ্ট হতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি করে প্রবাসী আয় বৃদ্ধির জন্য আমাদের নতুন নতুন উদ্যোগ নিতে হবে। বিদেশে এখন দক্ষ ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কর্মীদের চাহিদা অনেক বেশি। তাই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যুগোপযোগী কোর্স তৈরি করতে হবে। প্রবাসী কর্মীরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দক্ষ কর্মীরা বিদেশে চাকরি নিয়ে গেলে বেশি বেতনে ভাল চাকরি পাবেন। তখন আর কর্মীদের নিয়ে এত বেশি সমস্যা হবে না। দারিদ্র বিমোচনে ও নারীর ক্ষমতায়নে বৈদেশিক কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুষ্ঠু অভিবাসন নিশ্চিতকরণ একটি সামষ্টিক দায়িত্ব। এ ক্ষেত্রে গণসচেতনতার কোন বিকল্প নেই। এদিকে শিক্ষা মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে। কারিগরি শিক্ষার উন্নয়ন অব্যাহত রাখা ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ মোট এক হাজার ৭৮২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৮৪৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের পর প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক হওয়ায় উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ আরও ৯৩৩ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছে। এই টাকা দিয়ে আরও অনেক বেশি দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হবে।
×