ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ১৯:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২০

যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ॥ দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৩ সেপ্টেম্বর ॥ হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন হাট-বাজারে বিভাগীয় বিস্ফোরক অধিদফতর ও পরিদর্শকের লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল ও বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাস। আইনের তোয়াক্কা না করে এসব সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেল যত্রতত্র বিক্রির ফলে যে কোন সময় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। সূত্রে জানা গেছে, প্রশাসনের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে হাটহাজারী উপজেলার হাটহাজারী বাজার, কামাল বাজার,আমান বাজার, সরকারহাট, কাটিরহাট, নাজিরহাটসহ অন্তত ৪৫টি হাট-বাজার এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট, বিবিরহাট, নানুপুর, আজাদী বাজার, নারায়ণহাট, হেয়াকোসহ প্রায় ৫৬টি হাট-বাজারে ঝুঁকিপূর্ণ এবং বেআইনীভাবে জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রি করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, হাট-বাজার ছাড়াও গ্রামে-গঞ্জে কিংবা পাড়া মহল্লায় দোকান খুলে নিয়ম বহির্ভূতভাবে দাহ্য তেল ও নিম্নমানের সিলিন্ডার দিয়ে এলপি গ্যাস বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা, প্রশাসনিক বা বিস্ফোরক অধিদফতরের অনাপত্তিপত্র ছাড়াই স্থানীয় মুদি দোকান, সারের দোকান, রড সিমেন্টের দোকান, হার্ডওয়্যারের দোকান ও স্টেশনারি দোকানে খোলামেলাভাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। ঝুঁকিপূর্ণ এসব পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাস বিক্রির জন্য বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স গ্রহণের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার বিধান থাকলেও ব্যবসায়ীরা এসব নিয়মনীতির তোয়াক্কা না করেই সাধারণ ব্যবসার মতোই চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সরেজমিনে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×