ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেডে স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য বিশেষ ব্যবস্থা

প্রকাশিত: ২৩:৪৩, ১১ সেপ্টেম্বর ২০২০

ইউনাইটেডে স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য বিশেষ ব্যবস্থা

ইসকেমিক স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো দেখা দেয়ার তিন ঘণ্টার মধ্যে যদি কোন রোগীকে ইউনাইটেড হাসপাতালে নেয়া গেলে স্থায়ুবিক মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর থ্রোম্বেলিটিক (একটি ক্লট-বস্টিং ওষুধ) টিস্যু প্লাজমিনোজ এ্যাক্টিভেটর (পিপিএ) দেয়া হয়। দক্ষ স্ট্রোক দলের মাধ্যমে রক্ত জমাট বাঁধা বন্ধ করা হয়। যা স্ট্রোক থেকে বাঁচার সম্ভাবনা তৈরি করে। দুর্ভাগ্যক্রমে অনেক স্ট্রোক আক্রান্ত ব্যক্তি সময়মতো টিপিএ চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় না। আর সে কারণেই স্ট্রোকের লক্ষণ ও উপসর্গ শনাক্ত করা এবং হাসপাতালের এ্যাম্বুলেন্স সহায়তায় হাসপাতালে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রোক (থেরাপিউটিকউইন্ডো) হবার তিন ঘণ্টার মধ্যে কোন রোগীকে ইউনাইডেট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত সময়ের মধ্যে স্থায়বিক মূল্যায়নের পাশাপাশি এ্যাঞ্জিওগ্রামের ব্যবস্থা করে সিটি স্ক্যান করা হয়। পরে ডানফন্ট্রাল লোবে ইস্কেমিক স্ট্রোকের বিষয়টি নিউরোলজি কনসালটেন্টের কাছে পাঠিয়ে নিশ্চিত করা হয়। রোগীর পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে থ্রোবোলাইসিসের সিদ্ধান্ত নেয়া হয়। হাসপাতালে ভর্তি হবার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে টিস্যু প্লাজমিনোজেন এ্যাক্টিভেটর অল্টেপ্লেস (আরটি-পিএ) শুরু করে রোগীকে স্ট্রোক ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে জটিলতা ছাড়াই আরপি-পিএস সম্পন্ন হয়। চিকিৎসার পর রোগীর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্ট্রোকের স্কোর ৫ থেকে দুইয়ে উন্নত হয়। -বিজ্ঞপ্তি
×