ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেন্টিলেশনে থাকা প্রণব মুখোপাধ্যায়ের রক্তচাপ স্থিতিশীল

প্রকাশিত: ১১:০২, ২৮ আগস্ট ২০২০

ভেন্টিলেশনে থাকা প্রণব মুখোপাধ্যায়ের রক্তচাপ স্থিতিশীল

অনলাইন ডেস্ক ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রক্তচাপ স্থিতিশীল হয়েছে। যদিও ফুসফুসে সংক্রমণ নিয়ে ভেন্টিলেশনে গভীর কোমায় রয়েছেন তিনি। বৃহস্পতিবার দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ফুসফুসের সংক্রমণ ও রেনাল প্যারামিটারে পরিবর্তনের চিকিৎসা চলছে। ৯ আগস্ট রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ভারতের সাবেক রাষ্ট্রপতি। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। ১০ অগস্ট তাকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের কর দেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তার। এর পরে গভীর কোমায় চলে যান তিনি। ওই অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার সময় প্রণবের করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। এর আগে বুধবারের বুলেটিনে সেনা হাসপাতাল জানায়, প্রণব মুখোপাধ্যায়ের রেনাল প্যারামিটারে কিছু পরিবর্তন হয়েছে। এতে কিছুটা চিন্তায় পড়েন চিকিৎসকরা। গত সপ্তাহে সেনা হাসপাতাল জানিয়েছিল, ভেন্টিলেটর সাপোর্ট ও কোমায় থাকা অবস্থাতেই তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। বৃহস্পতিবার অবশ্য কিছুটা উন্নতি হয় এই নেতার। তার শ্বাসপ্রশ্বাসের যে সমস্যা ছিল বৃহস্পতিবার তা কিছুটা কমে আসে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রণববাবুর শারীরিক অবস্থায় কোনও বদল হয়নি বলেই জানায় হাসপাতাল। সূত্র: দ্য ওয়াল।
×