ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির অবৈধ ক্যাবল উচ্ছেদ কার্যক্রম চলছে

প্রকাশিত: ২৩:২৩, ৭ আগস্ট ২০২০

ডিএসসিসির অবৈধ ক্যাবল উচ্ছেদ কার্যক্রম চলছে

স্টাফ রিপোর্টার ॥ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কার্যক্রমের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের মালিকানাধীন উদয়ন মার্কেটের পাশে এবং গোলাপ শাহ মাজার হতে গুলিস্তান আন্ডারপাস পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়। এ সময় ছোট-বড় কমপক্ষে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে আগামী রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি বঙ্গবাজার, আনন্দবাজার এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় ডিএসসিসি কর্তৃপক্ষ। উল্লেখ্য, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত ৩১ জুলাই কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্যাবলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার পরিকল্পনা জানান। তারই আলোকে এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম চলমান পরিচালনা করা হচ্ছে ও তা চলমান থাকবে বলে জানা গেছে।
×