ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোটি টাকা আত্মসাৎ ॥ সাহেদকে হেফাজতে চায় দুদক

প্রকাশিত: ১৬:৪১, ৬ আগস্ট ২০২০

কোটি টাকা আত্মসাৎ ॥ সাহেদকে হেফাজতে চায় দুদক

অনলাইন রিপোর্টার ॥ পদ্মা ব্যাংকের(সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার কোটি টাকা আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আলোচিত প্রতারক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে দশদিন হেফাজতে নিতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের কাছে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ । তিনিই এই মামলার বাদী। শুনানির তারিখ বিকালে জানা যাবে বলে আদালতে দুদকের পরিদর্শক মো. জুলফিকার জানিয়েছেন। এর আগে গত ২৮ জুলাই সাহেদকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। বিচারক ৫ আগস্ট ওই আবেদনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। কিন্তু সাহেদ অন্য মামলায় রিমান্ডে থাকায় শুনানি হয়নি। গ্রেপ্তার দেখানোর আবেদন ও দশদিনের রিমান্ড শুনানির জন্য একই দিন ধার্য করা হতে পারে বলে জানান দুদকের এই কর্মকর্তা। গত ২৭ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সাহেদসহ চারজনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- পদ্মা ব্যাংকের সাবেক অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক রফে বাবুল চিশতী চিশতী, তার ছেলে রাশেদুল হক চিশতি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল। পরের দিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১৬ আগস্ট দিন ধার্য করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৫ সালের জানুয়ারিতে আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার করে পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা থেকে এক কোটি টাকা ঋণ (যা সুদ আসলসহ দুই কোটি ৭১ লাখ টাকা) নিয়ে আত্মসাৎ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং অর্থ পাচার প্রতিরোধ আইন- ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২২ জুলাই এনআরবি ব্যাংকের এক কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদ সাহেদসহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব।
×