
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রাজপথ ও অলিগলিতে অবৈধভাবে ঝুলে থাকা তারমুক্ত করতে ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কর্পোরেশনের সীমানায় অবস্থিত এলাকায় অভিযান শুরু করা হয়। অভিযানের প্রথম দিনে ধানমন্ডির মিরপুর রোডের সিটি কলেজ থেকে ল্যাবএইড হসপিটাল ও জিগাতলা বাস স্ট্যান্ডের আশপাশের এলাকা এবং নগর ভবনের চারপাশে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিরুজ্জামান ধানমন্ডির ২ থেকে ৪ নম্বর রোড ও জিগাতলা এলাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বঙ্গ বাজার ট্রাফিক সিগন্যাল হতে নগর ভবন হয়ে গুলিস্তান ও ফুলবাড়িয়া মার্কেট এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।