ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষা ক্যাডারের ৬০৭ জনের অধ্যাপক পদোন্নতি

প্রকাশিত: ২২:৪৭, ৩১ জুলাই ২০২০

শিক্ষা ক্যাডারের ৬০৭ জনের অধ্যাপক পদোন্নতি

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন। দুইজন লিয়েনে থাকায় তাদেও যোগদানসাপেক্ষে পদোন্নতি কার্যকর হবে। এদিকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের সরকারী অংশের বেতন ছাড় করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির অনুমোদনের পর বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ২৬ জুলাই বিকেলে কমিটির সভায় এ কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করা হয়। কিছু ভুল থাকায় তা সংশোধন করে বৃহস্পতিবার অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তদের সরকারী আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। জানা গেছে, পদোন্নতি পাওয়া এ শিক্ষক কর্মকর্তাকে এখন অনলাইনে যোগদান করতে হবে। তাদেও যোগদানের বিস্তারিত তথ্য দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর। তারা নিজ নিজ কর্মস্থলে ইনসিটু কর্মকর্তা হিসেবে কর্মরত থাকবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন পদোন্নতির কাজ সুন্দরভাকে শেষ করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন। ৬০৭ জন কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ ও ১৫তম ব্যাচের বেশিরভাগ শিক্ষক-কর্মকর্তা রয়েছেন। এর আগে দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় অসন্তোষ বাড়ছিল শিক্ষা ক্যাডারের প্রতিটি স্তরে। অধ্যাপদ পদে পদোন্নতি না হওয়ায় নিচের দিকের পদগুলোর পদোন্নতিও আটকে যায়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন-ভাতা প্রদান বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের সরকারী অংশের বেতন ছাড় করা হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক মোঃ রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
×