ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত: ১৯:১৬, ৩০ জুলাই ২০২০

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ আজ বৃহস্পতিবার ভোরে বগুড়ার আদমদীঘিতে মিম খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার এবং ওই গৃহবধূর স্বামী ফজলে রাব্বিকেকে আটক করেছে পুলিশ। আটক ফজলে রাব্বির দাবি যে, তার স্ত্রী আত্মহত্যা করেছে। পক্ষান্তরে মিম খাতুনের বাবা-মায়ের দাবি যে, মিমকে হত্যা করা হয়েছে। জানা গেছে, দুই বছর পুর্বে সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা মহল্লার মোসলেম উদ্দিনের মেয়ে মিম খাতুন (২১)’র সাথে দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের তানসের আলীর ছেলে ফজলে রাব্বি(২৬)’র বিয়ে হয়। ফজলে রাব্বি তার আদমদীঘি উপজেলা সদরের গোহাটি এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি স্বামীর পরকিয়া রয়েছে এমন সন্দেহ করলে তাদের মধ্যে পারিবারীক কলহ শুরু হয়। মাঝে-মধ্যে হয় ঝগড়া-বিবাদ। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধা রাতে ঝগড়া হয়। খবর পেয়ে উভয়ের বাবা-মা এসে রাব্বি ও মিমকে বুঝিয়ে মিমাংসা করে দিয়ে চলে যায়। এর পর রাতে ফের উভয়ে ঝগড়া করে। রাত তিনটার দিকে রাব্বি ওই বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে ডেকে তুলে জানায় যে, তার স্ত্রী মিম গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ অবস্থায় বাড়ি মালিক থানা পুলিশকে খবর দেয়। পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে এসে শয়ন ঘরের খাটের উপর থেকে লাশ উদ্ধার এবং ফজলে রাব্বিকে আটক করে। ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
×