ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তক থেকে বাদ টিপু সুলতানের নাম

প্রকাশিত: ০০:০৬, ৩০ জুলাই ২০২০

পাঠ্যপুস্তক থেকে বাদ টিপু সুলতানের নাম

মহীসুরের শাসক, উপমহাদেশের অন্যতম বীর পুরুষ টিপু সুলতান। সেই টিপু সুলতানের ইতিহাস এবার পাঠ্যবই থেকেও বাদ দেয়া হচ্ছে। শুধু তাই নয়, এ বছর টিপুর জন্মদিনও পালন করা হবে না। এমনি উদ্যোগ নিয়েছে ভারতের কর্ণাটক সরকার। কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা কয়েক মাস আগে পাঠ্যসূচী থেকে টিপু সুলতান সম্পর্কিত অধ্যায় বাদ দেয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, আমাদের সরকার রাজ্যের পাঠ্যবই থেকে টিপু সুলতানের ইতিহাস প্রসঙ্গ মুছে ফেলার চেষ্টা করছে। পাঠ্যবইয়ে এই ধরনের বিষয় থাকা উচিত নয়। ১০১ শতাংশ নিশ্চিতভাবে বলতে পারি, আমরা এটা হতে দেব না। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার ধারাবাহিকতায় কর্ণাটকের সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে টিপু সুলতানকে নিয়ে রচিত অধ্যায় বাদ দেয়া হয়েছে। টিপু সুলতান ও তার বাবা হায়দার আলীর উপর ভিত্তি করে অধ্যায়টি রচনা করা হয়েছিল। করোনাভাইরাস মহামারীতে ২০২০-২১ শিক্ষাবর্ষে পাঠ্যক্রম হ্রাস করার সিদ্ধান্তের আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে। কোডাগুর বিধায়ক আপ্পাচু রাজনের পরামর্শেই নাকি টিপু সুলতানের অস্তিত্ব মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তবে ষষ্ঠ ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে টিপু সুলতানকে নিয়ে অধ্যায় থাকছে। খবরে বলা হয়েছে, সংশোধিত সিলেবাস কর্ণাটক পাঠ্যপুস্তক সোসাইটির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এতে দেখা গেছে, সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে হায়দার আলী ও টিপু সুলতান, ঐতিহাসিক স্থান ও প্রশাসনিক কমিশনার বাদ দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এ বছর ১০ নবেম্বর টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন থেকেও বিরত থাকবে কর্ণাটক সরকার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ইতোমধ্যেই সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন বন্ধের পাশাপাশি স্কুলের ইতিহাস বই থেকেও সরিয়ে ফেলা হবে তার ইতিহাস। টিপু সুলতানের জন্ম ১৭৫০ সালের ২০ নবেম্বর। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ১৭৯৯ সালে নিহত হন। টিপু সুলতানকে নিয়ে কর্ণাটকে কংগ্রেস ও বিজেপির মধ্যে গত কয়েক বছর ধরে বিরোধ চলছে। কর্ণাটকে টিপু জয়ন্তী পালন বন্ধ করে দেয় বিজেপির রাজ্য সরকার। কর্ণাটকের পাঠ্যপুস্তক থেকে যখন টিপু সুলতানকে বাদ দেয়া হয়েছে, ঠিক সেই সময়ে ব্রিটিশ মুদ্রায় স্থান পাচ্ছেন তারই বংশধর নূর। বেশ কয়েকজন ‘অ-ব্রিটিশ’-এর সম্মানে বিশেষ মুদ্রা তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন কনজারভেটিভ পার্টির ভারতীয় বংশোদ্ভূত সদস্য জেহরা জাইদি। সেই প্রস্তাব খতিয়ে দেখছেন অর্থমন্ত্রী। এসব অ-ব্রিটিশের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত টিপু সুলতানের বংশধর নূর ইনায়েত খানের নামও। জার্মানির দাখাউ কনসেনট্রেশন ক্যাম্পে ১৯৪৪ সালের ১৩ সেপ্টেম্বর মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত ওই তরুণীকে। নাৎসি ক্যাম্পে মারা যাওয়ার সময় তিনি শুধু বলেছিলেন-লির্বেৎ। ফরাসীতে যার অর্থ স্বাধীনতা!-এনডিটিভি ও আনন্দবাজার
×