ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রেস্টের পরিচালক ওহিদুজ্জামান গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩২, ২৯ জুলাই ২০২০

ক্রেস্টের পরিচালক ওহিদুজ্জামান গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ মহামারীর মধ্যে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ব্রোকারেজ হাউস ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক ওহিদুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে খিলক্ষেত লেকসিটির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান, ক্রেস্ট সিকিউরিটিজ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাত করে পালিয়েছিল। বিনিয়োগকারীরা কোম্পানিটির বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় প্রতারণা মামলা করেছিল। সেই মামলায় পলাতক আসামি ছিল ওহিদুজ্জামান। তিনি আরও জানান, এর আগে গত ৬ জুলাই দুপুর ১২টার দিকে নোয়াখালীর মাইজদি সীমান্ত এলাকা থেকে প্রতারণার করে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেড প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানা ও তাদের ব্যক্তিগত সহকারী মোবারককে গ্রেফতার করে ডিবি পুলিশের রমনা বিভাগ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউস ক্রেস্ট সিকিউরিটিজের মাধ্যমে প্রায় ২২ হাজার বিও হিসাবধারী শেয়ার কেনাবেচা করতেন। তাদের যে শেয়ার রয়েছে। তার বাজার মূল্য ৮২ কোটি টাকার মতো বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছিল। কিন্তু এর মালিক শহিদ উল্লাহ সম্প্রতি ব্রোকারেজ হাউস বন্ধ করে লাপাত্তা হয়ে গেলে বিপাকে পড়েন বিনিয়োগকারীরা। সঙ্কটকালে শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর দুই বিনিয়োগকারী তাদের এক কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ করে পল্টন থানায় মামলা করেন। এই স্টক ব্রোকারেজ ফার্ম ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের পল্টন ও জনসন রোডে দুটি অফিস রয়েছে। এছাড়াও প্রগতি সরণি, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় শাখা অফিস রয়েছে।
×