ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএনও’র হস্তক্ষেপে বাহুবলে বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত: ১৫:১৫, ২৮ জুলাই ২০২০

ইউএনও’র হস্তক্ষেপে বাহুবলে বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার বাহুবলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করে কনের পিতাকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার। তিনি জানান, সকালে উপজেলার সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে বাল্যবিবাহের সংবাদ (গোপন সংবাদের ভিত্তিতে) পেয়ে বাল্যবিবাহ বিরোধী অভিযান চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতির খবর পেয়ে কনে ও তার বাবা-মা গোপনে ঘটনাস্থল ত্যাগ করলেও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় তাদেরকে উপস্থিত করা হয়। সামগ্রিক অবস্থা বিবেচনাপূর্বক কনের পিতা মোঃ শামসু মিয়াকে ১০ হাজার জরিমানা ও ১৮ বছরের পূর্বে কোন অবস্থাতেই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়। ইউএনও স্নিগ্ধা তালুকদার বলেন, কেউ যেন আর বাল্যবিবাহের চেষ্টা না করি। আসুন সচেতন হই। বাল্যবিবাহমুক্ত বাহুবল গড়ি।
×