ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবক আটক

প্রকাশিত: ১২:৪৭, ২৮ জুলাই ২০২০

বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ৮ টায় উপজেলার শিলকুপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কানুসারেং বাড়ী পুরাতন মসজিদ সংলগ্ন শিলকুপ প্রধান সড়কের মোড় থেক তাদের গ্রেফতার করা হয়। আটক দুই ডাকাতের বিরুদ্ধে আজ মঙ্গলবার সকালে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। আটককৃতরা হলেন, শিলকুপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মাইজ পাড়া ওমর মিয়া বাড়ীর মোস্তফা আলীর পুত্র মু. গিয়াস উদ্দিন প্রকাশ হামিদ (১৮), মাইজ পাড়ার কুইরগ্যার বরবাড়ির দেলোয়ার হোসেন এর পুত্র মু. তারেক (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাযের সময় মুসল্লিরা মসজিদে গেলে মানুষের আনাগোনা কমে যাওয়ায় ডাকাতির প্রস্তুতি নিতে গোপনে উৎপেতে থাকে যুবকেজর একটি দল। ওইদিন রাতে এক পথচারীকে দা, ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে এন্ড্রয়েট মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরে ৯৯৯ এ কল দিলে দ্রুত ঘটনাস্থলে বাঁশখালী থানা পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে। বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান,'ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দু'জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ১টি খেলনার পিস্তল, ৩টি ধারালো ৪৬" লম্বা কিরিচ উদ্ধার করা হয়।
×