ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে এক ব্রডেই দিশাহারা উইন্ডিজ

প্রকাশিত: ২২:২৮, ২৭ জুলাই ২০২০

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে এক ব্রডেই দিশাহারা উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৯ সালে টেস্টে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ৪৩ উইকেট, ঐতিহ্যের এ্যাশেজে পাঁচ টেস্টে ২৩, দক্ষিণ আফ্রিকা সফরে চার ম্যাচে ১৪ উইকেট- এমন পেসারকে বাইরে রেখে প্রথম টেস্টে একাদশ সাজিয়েছিল ইংলিশ ম্যানেজমেন্ট। ক্ষোভ আড়াল করতে পারেননি স্টুয়ার্ট ব্রড। সাউদাম্পটনে হারের পর ওল্ডট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্টে ফেরানো হয় তাকে। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আর সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে তো ব্যাটে-বলে একাই ওয়েস্ট ইন্ডিজকে দিশেহারা করে তুলেছেন ব্রড। প্রথমে ব্যাট হাতে মাত্র ৪৫ বলে ৬২ রানের ঝড়ে দলকে এনে দিয়েছেন ৩৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। এরপর ক্যারিবীয়দের মাত্র ১৯৭ রানে গুটিয়ে দেয়ার পথে নিয়েছেন ৬ উইকেট। রবিবার তৃতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ১৭২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ২৯। লিড ২০১ রানে। ৬ উইকেটে ১৩৭ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক জেসন হোল্ডার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান শন ডওরিচ। সপ্তম উইকেট জুটিতে ৬৮ রান যোগ করেন দু’জনে। সফরকারীদের সেই প্রতিরোধও ভাঙ্গেন ব্রড। দারুণ এক ডেলিভারিতে ৪৬ রান করা হোল্ডারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তুখোড় এ পেসার। এরপর একই ওভারে রাহকিম কর্নওয়াল (১০) ও কেমার রোচকে (০) সাজঘরে ফেরান। ডওরিচকে (৩৭) ক্রিস ওকসের হাতে ক্যাচ বানিয়ে উইন্ডিজকে মুড়িয়ে দেন ব্রড। ১৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ইনিংসে তার শিকার সংখ্যা ৬। মেডেন ৪টি। ক্যারিয়ারে ১৮তম বারের মতো ইনিংসে পাঁচ বা ততধিক উইকেট পূর্ণ করেন। ইনিংসে এটি তার ক্যারিয়ারে ষষ্ঠ সেরা বোলিং ফিগার। এর মধ্য দিয়ে ১৪০ টেস্টে ব্রডের মোট উইকেট এখন ৪৯৭টি। আর ৩ উইকেট পেলেই জেমস এ্যান্ডারসনের পর মাত্র দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে গৌরবময় ৫০০ শিকারের ল্যান্ডমার্কে পা রাখবেন ৩৪ বছর বয়সী সুদর্শন এ ডানহাতি পেসার। ম্যাচের দ্বিতীয় ইনিংসেই হয়তো সেটা হয়ে যেতে পারে। ওল্ডট্র্যাফোর্ডে ব্রডময় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোন ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। জন ক্যাম্পবেল ৩২ ও জার্মেইন ব্লাকউড আউট হন ৩৭ রান করে। অভিজ্ঞ এ্যান্ডারসন নেন ২ উইকেট। তার আগে ররি বার্নস (৫৭), ওলি পোপ (৯১), জস বাটলারের (৬৭) পর ব্রডের (৬২) ঝড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে ৩৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড। ১-১এ চলমান এই টেস্টের ওপরই সিরিজের ফল নির্ভর করছে। যেখানে তৃতীয়দিনেই চোখে সর্ষে ফুল দেখা উইন্ডিজ শেষ পর্যন্ত ম্যাচটা কতদিন টেনে নিতে পারে সেটিই দেখার অপেক্ষা।
×