ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

`হাথুরু আমার অনেক বড় ক্ষতি করেছে’

প্রকাশিত: ২০:২৮, ২৫ জুলাই ২০২০

`হাথুরু আমার অনেক বড় ক্ষতি করেছে’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় দলে খেলা ক্রিকেটার এনামুল হক বিজয় সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। জাতীয় দলের বাইরে থাকা এই তারকা দাবি করেছেন, হাথুরুসিংহে তার ক্যারিয়ারে অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছেন। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার এভাবে বলেছেন, ও (হাথুরুসিংহে) আমাকে অবশ্যই একটা বড় ক্ষতি করে দিয়ে গেছে। হয়তো আমি ওই সময় সাপোর্টটা পেলে আজ এখানে থাকতাম না, অনেক ভালো জায়গায় থাকতাম।এনামুল দলের জন্য খেলেন না, নিজের জন্য খেলেন।এই কথাটা হাথুরুসিংহেই প্রতিষ্ঠিত করে গেছেন বলে মনে করেন এনামুল। লাইভ আড্ডার স্লগ ওভার পর্বে এনামুলের কাছে একটি প্রশ্ন ছিল এরকম- কোন কোচ আপনাকে হয়তো অতটা পছন্দ করতেন না বলে মনে হয়? এনামুল একবিন্দু না ভেবে বলে দেন হাথুরুসিংহের নাম। বলেন, আমার কাছে মনে হয় উনিই মিস আন্ডারস্ট্যান্ডিং করে জিনিসটা করেছে। আমার মনে হয় না আমি ও রকম ছিলাম বা ও রকম কিছু করেছি, যে জিনিসটা উনি বলে দিয়ে গেছেন। মানুষের কাছ থেকে আমাকে যা শুনতে হয় মাঝে মাঝে। কিন্তু আমি ও রকম ছিলাম না। যোগ করে বলেন, এটা গর্বের সাথে বলতে পারি, আমি দলের জন্য খেলি, দেশের জন্য খেলি। আমি একবারও চিন্তা করি না নিজের জন্য কিছু করব। ২০১২ সালে জাতীয় দলে আবির্ভাবের পর শুরুর কবছর দারুণ পারফর্ম করেছেন এনামুল। নিজের দ্বিতীয় ওয়ানডেতেই পেয়ে যায় সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ২০ ওয়ানডের তিনটিতেই সেঞ্চুরি ছিল তার। কিন্তু পরে জায়গা হারান দলে। আসা যাওয়ার মাঝে থাকা এই তারকা সবশেষ জাতীয় দলে খেলেছেন গত বছর শ্রীলঙ্কা সফরে। এখন পর্যন্ত ৪টি টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন এনামুল। তিন ফরম্যাটে তার রান যথাক্রমে ৭৩, ১০৫২ এবং ৩৫৫।
×