ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌরভ গাঙ্গুলির করোনা নেগেটিভ

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ জুলাই ২০২০

সৌরভ গাঙ্গুলির করোনা নেগেটিভ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবরই বটে। করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। কোন উপসর্গ না থাকলেও, পূর্ব সতর্কতা হিসেবে করোনা টেস্ট করান গাঙ্গুলি। তবে সেটির ফলাফল নেগেটিভ এসেছে বলে ভারতীয় গণমাধ্যম পিটিআইকে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। মূলত পরিবারের অন্য সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় টেস্ট করান ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। গেল ২০ জুন গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলি, তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি সবাই করোনা পজেটিভ হন। এরপরই কিছুটা আড়ালে চলে যান সৌরভ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আইসোলেশনে ছিলেন তিনি। এরপর টেস্ট করান। সেখানেই তার ফলাফল আসে নেগেটিভ। বর্তমানে সৌরভের বড় ভাই ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল - ক্যাবের সভাপতি স্নেহাশিষ গাঙ্গুলিও সুস্থ আছেন বলে জানিয়েছেন বিসিসিআইয়ের ওই কর্তা। হাসপাতাল থেকেই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অফিশিয়াল কার্যক্রম পরিচালনা করছেন তিনি। শিগগিরই হাসপাতাল থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন গাঙ্গুলি পরিবারের সবাই।
×