ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার সাহাবুদ্দীন মেডিক্যাল বন্ধ করল র‌্যাব

প্রকাশিত: ০০:৫৫, ২০ জুলাই ২০২০

এবার সাহাবুদ্দীন মেডিক্যাল বন্ধ করল র‌্যাব

জনকণ্ঠ ডেস্ক ॥ অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগে রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গুলশানের সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগে রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গুলশানের সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ঢাকার গুলশানের সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ করে দিয়েছে র‌্যাব। রবিবার বিকেলে ওই হাসপাতালে অভিযানে যায় র‌্যাব। হাসপাতালটির সহকারী পরিচালক আবুল হাসনাতকে গ্রেফতারও করা হয়। রাতে অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, তারা হাসপাতালটি বন্ধ করে দিচ্ছেন। ‘আমাদের অভিযান রাত ১১টার দিকে শেষ হয়েছে। এখন মামলার জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত গোছানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তা সিলগালা করবেন।’ কখন সিলগালা করা হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘রোগী সরিয়ে নেয়ার পর সিলগালা করে দেয়া হবে।’
×