ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট ॥ যুবক গ্রেফতার

প্রকাশিত: ০০:৪১, ১৬ জুলাই ২০২০

শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট ॥ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় গ্রেফতার হয়েছে এক যুবক। এনামুল হক নামের এ যুবক নগরীর বাকলিয়া থানা কালামিয়া বাজার এলাকার মোঃ শরীফের পুত্র। বুধবার তাকে আটক করে পুলিশ। সিএমপি সূত্রে জানা যায়, শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট দেয়ায় এনামের বিরুদ্ধে মামলা দায়ের করেন বাকলিয়া থানা ছাত্রলীগের নেতা মোঃ ইসমাইল উদ্দিন রুবেল। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এনামুল হক নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করা স্ট্যাটাসে শিক্ষা উপমন্ত্রীকে ইঙ্গিত করে অত্যন্ত অশালীন ভাষায় আপত্তিকর মন্তব্য করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মামলায় আনীত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুমিল্লায় মামলা করে নিরাপত্তাহীনতায় প্রকৌশলী নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ জুলাই ॥ দাউদকান্দি উপজেলা অফিস কক্ষে লাঞ্ছিতের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আহসান আলী। এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার দায়ের করার ৯ দিন অতিবাহিত হলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার দাবি জানিয়েছেন প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) কুমিল্লা কেন্দ্রের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে আইইবি’র কুমিল্লা কেন্দ্রের সম্মেলন কক্ষে এসব দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মোঃ রহমত উল্লাহ কবির। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২ জুলাই দাউদকান্দি উপজেলা অফিস কক্ষে একটি বিশেষ মহলের ছত্রছায়ায় স্থানীয় কতিপয় ঠিকাদার ও তাদের লোকজন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আহসান আলীকে লাঞ্ছিত করে।
×