ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অবৈধভাবে রাইফেল আনার অভিযোগে শ্যুটারদের ফের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১৮:২১, ১০ জুলাই ২০২০

অবৈধভাবে রাইফেল আনার অভিযোগে শ্যুটারদের ফের জিজ্ঞাসাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ বিদেশ থেকে অবৈধভাবে রাইফেল আনার অভিযোগে দ্বিতীয় দফায় আরো ৯ শ্যুটারকে তলব করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে কাকরাইলে আইডিবি ভবনে স্বাক্ষ্য দেন শোভন-আখিরা। শুল্ক ফাঁকি দিয়ে ২০১৭ সালে রাইফেল আনার অভিযোগে অভিযুক্ত তারা। তবে দেশ সেরা শ্যুটাররা ক্ষোভ প্রকাশ করেছেন ফেডারেশনের ওপর। তারা মনে করেন ফেডারেশনের অন্তর্কোন্দলে মানসিকভাবে বিপর্যস্ত হতে হচ্ছে শ্যুটারদের। তিন বছর পর উড়ো চিঠির কারণে এই করোনা মহামারির মধ্যেও উপস্থিত হতে হচ্ছে তাদের। অভিযোগের তালিকায় আছেন ১৪ শ্যুটার। এর আগে গেল রোববার আবদুল্লাহ হেল বাকীসহ আরো চার শ্যুটারকে তলব করেছিল জাতীয় রাজস্ব বোর্ড।
×