ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট

সাকিবের পর হোল্ডারের কীর্তি

প্রকাশিত: ০২:১০, ১০ জুলাই ২০২০

সাকিবের পর হোল্ডারের কীর্তি

স্পোর্টস ডেস্ক ॥ করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে দারুণ বোলিং করলেন জেসন হোল্ডার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিলেন প্রতিপক্ষের ৬ উইকেট। গড়লেন বিরল এক কীর্তিও। ইংল্যান্ডে ১০ বছর পর টেস্ট ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন কোন অধিনায়ক। সর্বশেষ এই অভিজ্ঞতা হয়েছিল সাকিব আল হাসানের। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এক উইকেট হারিয়ে ৫৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও সফরকারীরা পিছিয়ে রয়েছে ১৪৭ রানে। এর আগে ২০৪ রানেই প্রথম ইনিংসে অলআউট হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সাউদাম্পটনে বৃহস্পতিবার ইংল্যান্ডকে ২০৪ রানে গুটিয়ে দেয়া ইনিংসে হোল্ডার ৬ উইকেট নিয়েছেন ৪২ রানে। ২০১০ সালে ওল্ড ট্রাফোর্ডে ১২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন সেই সময়ের বাংলাদেশ অধিনায়ক সাকিব। হোল্ডার আর সাকিবের পারফর্মেন্সের মাঝে এই এক দশকে আর কোন অধিনায়ক ইংল্যান্ডে পাননি ৫ উইকেট। হোল্ডারের আগে ওয়েস্ট ইন্ডিজের একজন অধিনায়কই এটি করতে পেরেছিলেন। সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত স্যার গ্যারি সোবার্স নেতৃত্বের পথচলায় দুবার ইংল্যান্ডে নিয়েছিলেন ৫ উইকেট, ১৯৬৬ ও ১৯৬৯ সালে। দুবারই হেডিংলিতে। সোবার্স একবার ৪২ রানে নিয়েছিলেন ৫ উইকেট, আরেকবার ৪১ রানে ৫। ক্যারিবিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে সেরা বোলিংয়ের রেকর্ড এখন তাই হোল্ডারের। হোল্ডারের নিজের আগের ক্যারিয়ার সেরা বোলিং ছিল ২০১৮ সালে, বাংলাদেশের বিপক্ষে জ্যামাইকায় ৫৯ রানে ৬ উইকেট। স্কোর : ইংল্যান্ড প্রথম ইনংস- ২০৪ (স্টোকস ৪৩, বাটলার ৩৫, বেস ৩১, বার্নস ৩০; হোল্ডার ৬/৪২, গ্যাব্রিয়েল ৪/৬২) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ৫৭/১ (ব্রাথওয়াইট ২০*, ক্যাম্পবেল ২৮; আন্ডারসন ১/১৭)
×