ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যকে পিতা সাজিয়ে সম্পত্তি’র জাল দলিল করে নিলো ছেলেরা

প্রকাশিত: ১৩:২২, ৮ জুলাই ২০২০

অন্যকে পিতা সাজিয়ে সম্পত্তি’র জাল দলিল করে নিলো ছেলেরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অন্যকে পিতা সাজিয়ে সম্পত্তির জাল দলিল করে নিয়েছে ছেলেরা। এরপর সম্পত্তি থেকে পিতা-মাতাকে মারপিটের পর উচ্ছেদ করার চেষ্টা করছেন। বিপদগ্রস্ত বয়স্ক পিতামাতা বিচার পেতে আজ বুধবার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। পরে প্রেসক্লাব যশোরে এসেও ঘটনার বিবরণ দেন তারা। যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়স্থ আনসার আলী বিশ্বাস এই অভিযোগ করেন তাদের ৫ ছেলে কওছার আলী, হাসান আলী, কেসমত আলী, বাবর আলী ও ফিরোজ হোসেন। অভিযোগ মতে, পিতা আনসার আলী বিশ্বাসের অনুপস্থিতিতে অন্যকে আনসার আলী সাজিয়ে তার দুই ছেলে কেসমত আলী ও ফিরোজ হোসেন ২০১৭ সালের ১৮ জানুয়ারি ৮৬০ নম্বর দলিলে বেশ কিছু জমি জাল দলিল করে নেয়। বিষয়টি জানতে পেরে ওই বছরেই আনসার বিশ্বাস বাদী হয়ে দেওয়ানি আদালতে জাল দলিল মামলা করেন। সেই মামলায় কেসমত আলী, ফিরোজ হোসেন ও সদর সাব রেজিস্ট্রারকেও বিবাদী করা হয়। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। সম্প্রতি আনসার আলী বিশ্বাসের ছেলে কওছার আলী, হাসান আলী, কেসমত আলী, বাবর আলী ও ফিরোজ হোসেন তার পিতাকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করেন। বাড়ি থেকে উচ্ছেদে ছেলেদের বাধা দেয়ায় গত ৫ জুলাই আনসার আলী বিশ্বাস ও তার স্ত্রীকে মারপিট করতে উদ্যত হয়। প্রতিবেশিদের সহায়তায় ছেলেদের মারপিটের হাত থেকে রক্ষা পান তাদের পিতা-মাতা। এরপর তাদের হুমকি দেয়া হয়। বুধবার আনসার আলী বিশ্বাস ও তার স্ত্রী ছেলেদের মারপিট এবং বসতভিটা থেকে উচ্ছেদের হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের কাছে সহযোগিতা চেয়েছেন। পরে তারা প্রেসক্লাব যশোরে এসে নির্যাতনের বিবরণ দেন।
×