ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে খালে পানি প্রবাহে বাধা ॥ জলাবদ্ধতা ৫০ গ্রামে

প্রকাশিত: ২২:২১, ৪ জুলাই ২০২০

বাগেরহাটে খালে পানি প্রবাহে বাধা ॥ জলাবদ্ধতা ৫০ গ্রামে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের যুগীখালী নদী ও মাসকাটা সাব প্রজেক্টের প্রবাহমান সরকারী খালে জল পাটা, ভেসালজাল, নেটজাল ইত্যাদি দিয়ে ব্যাপকভাবে মাছ শিকার শুরু করেছে কতিপয় ব্যক্তি। ফলে স্থানীয় ১০টি বিলের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। যে করণে বিলগুলোতে স্থায়ী জলাবদ্ধতার পাশাপাশি পরিবেশ বিপর্যয় বাড়ছে। এ খালের দু’পাড়ের তিন ইউনিয়নের কমপক্ষে ২৫টি গ্রামের কৃষি কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন সুফল পায়নি। যে কারণে পানি প্রবাহে বাধা দিয়ে অবৈধ উপায়ে মাছ শিকারীর সংখ্যা বাড়ছে। ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। অনুরূপ সদর উপজেলার খানপুর ও রাখালগাছি ইউনিয়নের ওপর দিয়ে দিয়ে প্রবাহিত ভোলা নদীর শাখা ঢালচাকা খালটিতে অর্ধশতাধিক ভেসালজাল, নেট জাল, পাটা দিয়ে মাছ শিকারের ফলে জোয়ার-ভাটা মারাত্মক ব্যাহত হচ্ছে। এখানেও খালের দু’পাড়ের ২০ গ্রামের কৃষি কাজ ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতায় আমনের বীজ তলা, ফসলের ক্ষেত ও মৎস্যঘের প্লাবিত হচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে লাখ লাখ টাকার পান বরজ। কনকপুর গ্রামের জলিল শেখ, বালিয়াডাঙ্গা গ্রামের জিল্লু শেখ, লখপুরের আলতাপ হোসেন, ধনপোতার শফিকুল ইসলামসহ শতাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, অবধৈ জাল/পাটানেট দিয়ে খাল প্রায় বন্ধ করে দিয়েছে কিছু লোক। এতে কৃষিকাজের মারাত্মক ক্ষতি হচ্ছে। জলাবদ্ধতা ও পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে। তারা অবিলম্বে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য দাবি করেছেন।
×