ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১২:০৪, ৩ জুলাই ২০২০

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন রিপোর্টার ॥ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সিরাজ উদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন নিহতের সহোদর নাজিম উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তের ১২৬০ মেইন পিলার সংলগ্ন ৮ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ উদ্দিন ও আহত নাজিম উদ্দিন উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দমদমা গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে। নিহতের স্বজনরা জানান, আলী আমজদের ভাই ফিরোজের হারিয়ে যাওয়া গরু খুঁজতে গিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়েন দুই সহোদর সিরাজ উদ্দিন ও নাজিম উদ্দিন। এ সময় খাসিয়ারা ছররা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে প্রাণ হারান। এ সময় ফিরোজ পালিয়ে আসে এবং আহত নাজিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, গরু আনতে দুই সহোদর ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে খাসিয়ারা গুলি করে। এতে ঘটনাস্থলে সিরাজ মারা যান। পরে দমদমা বিওপি’র বিজিবি তাদের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে আনলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
×