ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে সেচ্ছাশ্রমে রাস্তার পানি-কাদা অপসারণ

প্রকাশিত: ১৭:৪৭, ২৯ জুন ২০২০

আদমদীঘিতে সেচ্ছাশ্রমে রাস্তার পানি-কাদা অপসারণ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ আদমদীঘি উপজেলা কুন্দুগ্রাম ইউনিয়নের কাথলা, তেতুলিয়া ও চেঁচুয়া গ্রাম এখনো উন্নত যোগাযোগ বঞ্চিত। এই গ্রামগুলোর বাসিন্দাগণ তাদের চলাচলের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক দশক ধরে। সামান্য বৃষ্টিতে মাটির রাস্তায় জমে পানি, হয়ে যায় প্রায় হাঁটু সমান কাদা। ফলে পোহাতে হয় চরম ভোগান্তি। রাস্তাটি পাকা না হলেও অন্তত ইট বিছানোর দাবি জানিয়ে আসছেন যুগ যুগ ধরে। স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ভোটে জয়ী হলে পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও ভুলে যান ভোটের পর। এবারের চলতি বর্ষা মৌসুমে কোন প্রতিকার না পেয়ে সেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তায় জমে থাকা পানি নিস্কাশন ও প্রায় হাঁটু সমান কাদা অপসারণ করে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন ওই গ্রাম গুলোর একদল উদ্যোমী কিশোর ও যুবকের দল। সেচ্ছাশ্রমের উদ্যোগক্তা জাহিদ হাসান, আহসান হাবীব, রাহিম হোসেন ও ফিরোজ সরদার গণমাধ্যম কর্মীদের বলেন, ওই তিন গ্রাম গ্রামের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের চরম ভোগান্তি দুর করতে এই উদ্যোগ নেয়া।
×