ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে ১শ ৩৩ বস্তা সরকারী চাল জব্দ ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ২৩:৩৩, ২৮ জুন ২০২০

বাউফলে ১শ ৩৩ বস্তা সরকারী চাল জব্দ ॥ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ জুন ॥ বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে নুরুল হক (৪২) নামে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে খাদ্য অধিদফতরের সীলযুক্ত ১শ ৩৩ বস্তা (৩৫০০ কেজি) সরকারী চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন রাতে উপজেলার কাশিপুর বাজারে চাল ব্যবসায়ীর নুরুল হক তার দোকানে কয়েক শ্রমিক নিয়ে খাদ্য অধিদফতরের সীলযুক্ত বস্তা থেকে চাল সরিয়ে নুরজাহান নামের সীলযুক্ত বস্তায় ভড়ছিলেন। এ খবর পেয়ে বাউফল থানার পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে চাল জব্দ করেন। চালগুলো কাজের বিনিময় খাদ্য কর্মসূচী (কাবিখা) প্রকল্পের বলে জানা গেছে। আটককৃত চাল ব্যবসায়ী নুরুল হক জানান, তিনি ওই চাল বগা ইউনিয়নের মোঃ ইদ্রিস মিয়ার মাধ্যমে আবদুল আজিজের কাছ থেকে কিনেছেন। বাউফল থানার ওসি বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে নুরুল হক আবদুল আজিজ মিয়া (৭০) ও মোঃ ইদ্রিস মিয়াকে (৬৫) গ্রেফতার করা হয়েছে।
×