ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রেস্ট সিকিউরিটিজের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত: ২১:১১, ২৮ জুন ২০২০

ক্রেস্ট সিকিউরিটিজের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অফিস বন্ধ করে দিয়ে হঠাৎ লাপাত্তা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ক্রেস্ট সিকিউরিটিজের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দিয়েছে। ক্রেস্ট সিকিউরিটিজের পাশাপাশি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল্লাহ এবং তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবও জব্দ করার অনুরোধ জানানো হয়েছে বিএসইসির চিঠিতে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংক হিসাব জব্দের এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান। তিনি বলেছেন, ব্যাংক থেকে যাতে নতুন করে কোন টাকা তুলে না নিতে পারে সে লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে। প্রকৃত ঘটনার অনুসন্ধান ও তদন্তের পর বিনিয়োগকারীদের স্বার্থে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে ইতোমধ্যে শেয়ার গচ্ছিত রাখার আধার সিডিবিএল এ ক্রেস্ট সিকিউরিটিজের ডিপি এ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, যাতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি লেনদেন করতে না পারে অথবা লিংক এ্যাকাউন্টের মাধ্যমে অন্য ব্রোকার হাউসে শেয়ারে সরিয়ে নেয়া সম্ভব না হয়।
×