ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা সংক্রমণ রোধে শিশুর পায়ে শিকল বেঁধে রেখেছে বাবা

প্রকাশিত: ২৩:০৫, ২৭ জুন ২০২০

করোনা সংক্রমণ রোধে শিশুর পায়ে শিকল বেঁধে রেখেছে বাবা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে বন্ধুদের সঙ্গে অবাধে মেলামেশা ও ঘোরাফেরা করায় মাদ্রাসা পড়ুয়া আট বছরের এক শিশুর পায়ে শিকল বেঁধে রেখেছে তার বাবা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের। জানা গেছে, ওই গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রিজের পাশে একটি চায়ের দোকান রয়েছে। মহামারী করোনার কারণে গত কয়েকমাস থেকে তার (রশিদ) পুত্র রাব্বি হাওলাদারের মাদ্রাসা বন্ধ। বৃহস্পতিবার সকালে রাব্বি বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে রাতে বাড়িতে ফেরে। করোনার মধ্যে সারাদিন বাহিরে থাকায় রাব্বির বাবা ও মা শেফালী বেগম শুক্রবার সকাল থেকে রাব্বির পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে বাবার দোকানে বসিয়ে রেখেছে। শুক্রবার দুপুরে শিশু রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায়ই রাব্বি বাড়িতে না থেকে গ্রামের বন্ধুদের সঙ্গে অবাধে মেলামেশা করে।
×