ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে মুক্তিযোদ্ধার স্ত্রী হত্যায় আটক তিন

প্রকাশিত: ২২:৫৩, ২৭ জুন ২০২০

নাটোরে মুক্তিযোদ্ধার স্ত্রী হত্যায় আটক তিন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৬ জুন ॥ নাটোর শহরের মুক্তিযোদ্ধা প্রয়াত মাজেদ খান চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার দিনই পুলিশ অভিযুক্ত সোহানকে নাটোর রেল স্টেশনের উত্তর পাশ থেকে এবং তার বাবা সাইফুল ইসলাম ও তার স্ত্রীকে কানাইখালী চৌধুরী পাড়ার ভাড়া বাসা থেকে আটক করে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে জাহানারা চৌধুরীর বড় ছেলে আরমান খান চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য, বুধবার রাতে নিজ বাসায় চুরির সময় চোর সোহানকে ধরে ফেলায় সোহানের উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মুক্তিযোদ্ধাপত্নী জাহানারা চৌধুরী। প্রয়াত মাজেদ চৌধুরীর দুই ছেলে ঢাকায় চাকরি করার কারণে জাহানারা দ্বিতল ভবনের নিচতলা ভাড়া দিয়ে তিনি একাই দোতলায় বসবাস করতেন। সদর দরজা বন্ধ থাকায় স্থানীয়রা জানালা ভেঙ্গে জাহানারা চৌধুরীকে হাসপাতালে নিয়ে যান। মৃত্যুর পূর্বে তিনি এই ঘটনার জন্য সোহানের নাম উল্লেখ করে যান।
×