ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্বোধনের দুদিন পরেই মসজিদের ফলক ভাঙ্গল দুষ্কৃতকারীরা

প্রকাশিত: ২১:৫৩, ২৭ জুন ২০২০

উদ্বোধনের দুদিন পরেই মসজিদের ফলক ভাঙ্গল দুষ্কৃতকারীরা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, (চট্টগ্রাম) ২৬ জুন ॥ সীতাকুন্ডে এমপি আলহাজ দিদারুল আলমের উদ্বোধনের মাত্র দু’দিন পরেই রাতে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ফলক ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতকারী দল। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এমপি দিদারুল আলম। খবর পেয়ে সীতাকুন্ড থানা পুলিশ ঘটনার দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রা.) উচ্চ বিদ্যালয়ের পাশে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি আলহাজ দিদারুল আলম। কিন্তু উদ্বোধনের মাত্র দু’দিন পরেই বৃহস্পতিবার রাতের আঁধারে দুষ্কৃতিকারী দল মসজিদের নিরাপত্তা প্রহরীকে এলোপাথারি মারধর করে উদ্বোধন ফলকটি ভাঙ্গার চেষ্টা চালায় তারা। এ ঘটনার সংবাদ পেয়ে সীতাকুন্ড থানার এসআই মোঃ মামুন ঘটনাস্থলে পৌঁছালে এ সময় দুষ্কৃৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনার প্রায় দু’ঘণ্টা পর এসআই মামুন সেখান থেকে চলে আসার পর দুষ্কৃতিকারীরা রাতে আবারও এসে উদ্বোধন ফলক ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে চলে যায়। মসজিদে উদ্বোধন ফলকে দুষ্কৃতিকারীদের পরিকল্পিত এ হামলার তীব্র নিন্দা জানান এমপি দিদারুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে মঙ্গলবার ফকিরহাট এলাকায় এ মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। কিন্তু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দুষ্কৃতিকারী একদল রাতের আঁধারে উদ্বোধন ফলক ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে চলে যায়। শুধু তাই নয় আল্লাহর ঘর মসজিদেও হামলা চালায় এ দুষ্কৃতিকারীরা। হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় জানান, মসজিদের উদ্বোধন ফলক রাতের আঁধারে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। এ ঘটনাটি শুনে আমি অনেক মর্মাহত হয়েছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়। সীতাকুন্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতিকারীদের হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসআই মামুনকে পাঠালে দুষ্কৃতিকারীরা তার আগেই পালিয়ে যায়। কিন্তু এক ঘণ্টার পর এসআই মামুন চলে আসলে দুষ্কৃতিকারীরা পুনরায় এসে উদ্বোধন ফলক ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের খোঁজে বের করে আইনী পদক্ষেপ নেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
×