ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আরও এক পুলিশের মৃত্যু

প্রকাশিত: ২১:২৯, ২৭ জুন ২০২০

করোনায় আরও এক পুলিশের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য। এই নিয়ে পুলিশের ৩৭ জনের মৃত্যু হলো। ইতোমধ্যেই পুলিশের আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজারের কোঠায়। অন্যদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সংক্রান্ত প্রায় সাতশ’। আর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে আক্রান্তের সংখ্যা প্রায় তিনশ’। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক মোঃ সোহেল রানা জানান, নিহত মোঃ তৌহিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় পুলিশের ৩৭ সদস্যের মৃত্যু হলো। তৌহিদুল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষ গ্রামে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আক্রান্ত ও তাদের পরিবারের সদস্যদের দেখভাল করতে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিশেষ টিম গঠন করেছেন। তারা সর্বক্ষণিক খোঁজখবর রাখছেন। ইতোমধ্যেই পুলিশের প্রায় সাড়ে তিন হাজার আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, বাহিনীটিতে আক্রান্তের সংখ্যা এখন সাতশ’ কোটায়। ইতোমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আর কারো মৃত্যু হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় চারশ’। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সম্মুখভাগে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের সরাসরি দেখভাল করছেন। আক্রান্তদের পাশাপাশি তাদের পরিবারের কোন সদস্য আক্রান্ত হলে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবাও নিশ্চিত করছেন তিনি।
×