ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে স্বাস্থ্য খাত উন্নয়নে ৮ দফা দাবিতে অবরোধ

প্রকাশিত: ০০:৩০, ২৬ জুন ২০২০

বরিশালে স্বাস্থ্য খাত উন্নয়নে ৮ দফা দাবিতে অবরোধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘বিনা পরীক্ষায়, বিনা অক্সিজেনে, বিনা চিকিৎসায় কোন মৃত্যু আমরা চাই না’ স্লোগানকে সামনে রেখে বরিশালে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষায় দীর্ঘ সময় নেয়া, হয়রানি বন্ধ, পিসিআর ল্যাব বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে এক হাজার পরীক্ষা, করোনা রোগী পরিবহনের জন্য বিশেষ এ্যাম্বুলেন্স সার্ভিস চালুসহ আট দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সড়ক অবরোধ করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা কমিটির আয়োজনে নগরীর জনবহুল সদর রোডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রচ- তাপদাহ উপেক্ষা করে সড়ক অবরোধ কর্মসূচী পালনসহ জরুরীভিত্তিতে দাবি বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধ চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী তার বক্তব্যে প্রশাসনের সকল দফতরের উর্ধতন কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজকের এই সড়ক অবরোধ কর্মসূচীর মাধ্যমে বরিশালবাসীর দাবি দ্রুত পূরণ করা না হলে আগামীতে হরতাল পালনসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অবরোধ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাসদের মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদুল হক মুন্না, কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদের শ্রমিক ফ্রন্টের নেতা শহিদুল ইসলাম, জোহরা রেখা ও শ্রমিক নেতা নুরুল হক।
×