ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৃথক দুই হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

প্রকাশিত: ০১:১০, ২১ জুন ২০২০

পৃথক দুই হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ২০১৬ সালে ঝিনাইদহে বহুল আলোচিত আনোয়ার হোসেন আনু হত্যাকা-ের ঘটনায় দুই আসামি এবং ২০১৪ সালে ঢাকার চকবাজার এলাকার আব্বাস নামের এক যুবক হত্যার এক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। এছাড়া র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ঢাকায় নকল গ্যাস সিলিন্ডার বানিয়ে বিক্রির দায়ে এক ব্যক্তির কাছ থেকে দশ লাখ টাকা জরিমানা আদায় করেছে। ঝিনাইদহের হরিণাকুন্ড এলাকায় দুই হাত, পা, বেঁধে জবাই করে হত্যা করা হয় আনুকে। ওই মামলায় সিআইডি পুলিশ রাশিদুল ইসলাম কুটি ও শাহিন কবির ঝলক নামের দুই আসামিকে গ্রেফতার করে। অপরদিকে ঢাকার চকবাজার থানার আব্বাস হত্যা মামলায় ছয় বছর পর ঢাকার কামরাঙ্গীরচর থেকে আশরাফ উদ্দিন নামের একজনকে গ্রেফতার করেছে সিআইডি। হত্যার পর ওই ব্যক্তির লাশ রিক্সায় করে নিয়ে গুম করেছিল। অন্যদিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ঢাকায় মেসার্স এস কে মাল্টি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ রাসেলকে (৩১) ১০ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান দিয়েছে। জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানটি নকল গ্যাস সিলিন্ডার ও ফায়ার সার্ভিসের সিলিন্ডার টেম্পারিং করে বিক্রি করে আসছিল।
×