ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাফরুল্লাহর স্ত্রী-ছেলেও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ০০:৩০, ১ জুন ২০২০

জাফরুল্লাহর স্ত্রী-ছেলেও করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরী। রবিবার রাতে জাফরুল্লাহ চৌধুরী নিজে বিষয়টি নিশ্চিত করেন। নিজের প্রতিষ্ঠানের উদ্ভাবিত র‌্যাপিড কিটে নমুনা পরীক্ষায় দুইজনেরই করোনাভাইরাস পজিটিভ এসেছে জানিয়ে তিনি বলেন, আরটি-পিসিআরে টেস্ট করাতেও নমুনা দেয়া হবে। গত ২৫ মে র‌্যাপিড কিটে নিজের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসে জাফরুল্লাহ চৌধুরীর। পরে বিএসএমএমইউতে আরটি-পিসিআর টেস্টেও পজিটিভ আসে তার। এর মধ্যে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী প্লাজমা থেরাপি নেন দুই দফা। এখন কেমন অনুভব করছেন জানতে চাইলে জাফরুল্লাহ বলেন, ‘এখন ভাল আছি। জ্বর নেই, কাশি একটু-আধটু আছে। আমাকে প্রতিনিয়ত অক্সিজেন দিতে হয়। সেজন্য আমি নগর হাসপাতালে ভর্তি হয়েছি।’ তার স্ত্রীকে এই হাসপাতালেই ভর্তি করা হবে বলে জানান তিনি। দেশবাসীর কাছে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন ৭৯ বয়সী এই মুক্তিযোদ্ধা।
×