ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রাণ চাওয়ায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বেদম প্রহার

প্রকাশিত: ২০:০১, ৩০ মে ২০২০

ত্রাণ চাওয়ায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বেদম প্রহার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ গুরুত্বর অসুস্থ বুদ্ধি প্রতিবন্ধী লতিফা বেগম। এখনও শরীরের ব্যথায় ঠিকমতো চলতে পারে না। চিকিৎসা করানোর টাকাও নেই। ত্রাণ নিতে গিয়ে কাউন্সিলর রোস্তম আলী তোতার বেদম প্রহারে এখন সে শয্যাশায়ী। ঈদের আগের দিন মাত্র ১০ কেজি চালের জন্য গ্রামবাসীদের সঙ্গে গিয়েছিল স্টেডিয়ামে। তিন ঘণ্টা অপেক্ষা করার পর দুপুর ২টার দিকে পৌর কর্তৃপক্ষ যখন ত্রাণ দিতে আসে তখন লতিফা বেগমও আবদার করে ত্রাণের একটি স্লিপের জন্য। কিন্তু কেউ শোনেনি তার কথা। সবার সঙ্গে ত্রাণের আশায় ঢুকে পড়েছিল স্টেডিয়ামের গেটের ভেতর। একটি ১০ কেজি চালের ব্যাগও নিয়েছিল। এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে কুড়িগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রোস্তম আলী তোতা তাকে বেধরক মারপিট শুরু করে। আশপাশের মানুষ তাকে বাধা দিতে গেলেও কোন কথা শোনেনি সে। এক পর্যায়ে বেহুঁশ হয়ে মাটিতে পড়ে লতিফা। পরে তার বাড়ির লোকজন খবর পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। রাতে তার অবস্থার কিছুটা উন্নত হলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে গেলে তার অবস্থার আবার অবণতি হলে সেখানেই স্যালাইন দেয়া হয়। এখনও স্বাভাবিক হতে পারেনি প্রতিবন্ধী লতিফা। কাউন্সিলর রোস্তম আলী তোতা জানান, আসলে ঘটনাটি এমন নয়। প্রতিবন্ধী ওই মহিলা ত্রাণের ব্যাগ লুট করে নিয়েছিল আমি ব্যাগটি সরিয়ে নিতে সে মাটিতে পড়ে যায়। তাকে তিন শ’ টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে ফেলি।
×