ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলতে পারে ১ জুন

প্রকাশিত: ১৫:১৬, ২৯ মে ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলতে পারে ১ জুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ করোনা পরিস্থিতিতে সরকারী অফিস আদালত খোলার সিদ্ধান্ত নেবার পরপরই ক্যাম্পাস খোলার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১ জুন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসও খুলতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা। আজ শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের জানান, রাবির উপাচার্য এ ব্যাপারে সভা ডেকেছেন। তারপর সিদ্ধান্ত নেবেন। হয়ত ১ জুন থেকে ক্যাম্পাস খুলতে পারে। তিনি আরও জানান, আমি পর্যায়ক্রমে ক্যাম্পাস খোলার ব্যাপারে মতামত দিবো। কারণ বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। তবে হলসমূহ খুলে দেয়া হবে কি না তা জানতে চাইলে উপউপাচার্য বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বিকেলের সভার পর জানা যাবে। এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
×