ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সামাজিক দুরত্ব রেখে ঈদের নামাজ পড়ুন : হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ১৫:৫৯, ২৩ মে ২০২০

সামাজিক দুরত্ব রেখে ঈদের নামাজ পড়ুন : হুইপ ইকবালুর রহিম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মানুষের সচেতনতার বড়ই অভাব। প্রাণঘাতী করোনা ভাইরাসকে উপক্ষো করে যেভাবে বিপনন কেন্দ্রগুলোতে মানুষ ভীড় জমাচ্ছে, এতে করে করোণা সংক্রামনের ঝুকি এবং মত্যুর ঝুঁকি বাড়ছে। ঈদের আগে অনেকেই প্রিয়জনদের কাছে যাচ্ছেন। এতে প্রিয়নজনদের উপকার না করে ক্ষতি করছেন। মনে রাখা উচিত একমাত্র সচেতনতাই পারে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে। তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ সামাজিক দুরুত্ব বজায় রেখে বড় ময়দানে না পড়ে প্রয়োজনে মসজিদে একাধিক জামাত অথবা বাসায় ঈদের নামাজ পড়ার জন্য আহবান জানান। এছাড়াও অসহায় ও কর্মহীন পরিবারদের সহায়তা করার জন্য দিনাজপুরে সানন্দার পরিবারের মত বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। ২৩ মে শনিবার সকালে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দুর্গামন্দির মাঠে অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনকালে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রতিষ্ঠান ‘সানন্দা’ পরিবার’-এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে অসহায় ও কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে চাল, সেমাই, লাচ্ছা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সত্বাধিকারী ভালোবাসা ঘোষ, সফিকুল হক ছুটু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামীলীগের ভারঃ সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সত্য ঘোষ, অধীর ঘোষ, সমিরন ঘোষ প্রমুখ। একই দিন স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম সাবেক এমপি এম আব্দুর রহিম-এর সমাধিস্থল সংলগ্ন মসজিদে ১১০ জন এতিমকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন হুইপ ইকবালুর রহিম এমপি ও রাফিদুর রহিম।
×