ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির অবনতি

প্রকাশিত: ২১:১২, ২২ মে ২০২০

রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির অবনতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় ১৯ জন বেড়ে করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে। একই সময় সুস্থ্যু হয়েছেন আরও দুইজন। এ নিয়ে রাজশাহী বিভাগের সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৯৮ জন। শুক্রবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায়। গত পাঁচদিনে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগের আট জেলায় মোট ৪৮৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৬, নওগাঁয় ৯২ জন, নাটোরে ৪৮ জন, জয়পুরহাটে ১২৪, বগুড়ায় ১১৭, সিরাজগঞ্জে ১৯ ও পাবনায় ২৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে এখন প্রত্যেককে সর্বোচ্চ সর্তক থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। আর করোনার কোনো উপসর্গ থাকলে নমুনা পরীক্ষা করতে হবে।
×