ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ মে ২০২০

টঙ্গীতে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২২ মে ॥ প্রথম শ্রেণীর শিশু ছাত্রী চাঁদনী ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত সিরিয়াল ধর্ষক আবু সুফিয়ান র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তার নাম আবি সুফিয়ান (২১)। সে টঙ্গী মধুমিতা এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মনসুরাবাদে। বৃহস্পতিবার গভীর রাতে টঙ্গীর রেল গেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জানা গেছে, টঙ্গীর মধুমিতা এলাকায় চাঁদনী ধর্ষণ ও হত্যাকান্ড ছাড়াও বন্দুকযুদ্ধে নিহত আবু সুফিয়ান একজন সিরিয়াল ধর্ষক ছিল। সে এর আগেও কয়েকটি ধর্ষণে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণসহ ছিনতাই ও নানা অপরাধের অভিযোগ রয়েছে। ১৬ মে টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেলগেট এলাকায় আসামিরা মামুন মিয়ার মেয়ে চাঁদনীকে চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি ইটের স্তূপের আড়ালে নিয়ে আবু সুফিয়ান ও তার বন্ধু নিলয় ধর্ষণ করে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে ধর্ষকরা শিশুটিকে গলাটিপে ও দুপায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে।
×