ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে আরো ২৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:২৪, ২২ মে ২০২০

লক্ষ্মীপুরে আরো ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে মৃত একজন এবং সোনালী ব্যাংকের একজন কর্মকর্তাসহ আজ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা। এদের মধ্যে ঢাকা থেকে একজন করোনা পজেটিভ নিয়ে কমলনগরে এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছে মোট ১৩৩জন। এছাড়াও একইদিন লক্ষ্মীপুর সদরে একজন মৃত ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে রামগঞ্জে অপর একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নমুনা পরীক্ষার ফলাফলে দু’টি রির্পোট থেকে এ তথ্য জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গফ্ফার। অপরদিকে লক্ষ্মীপুরে দ্বিতীয় বারের মতো লকডাউন দেয়া হলেও মানুষ সামাজিক দূরত্বের বালাই মানছেনা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গ্রামে-গঞ্জে, হাট বাজার, কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে মানুষের জটলা লেগেই আছে। এর ফলে করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা আরো বাড়তে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন।
×