ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে বিশেষ ছাড়

প্রকাশিত: ২২:০০, ২৭ এপ্রিল ২০২০

কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে বিশেষ ছাড়

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের এ দুর্যোগ মোকাবেলায় কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে সুবিধা দিয়ে রবিবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে মোট ৩৬০ দিন সময় পাবেন সকল অথরাইজ ডিলার। করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত সময়ের দাবি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা দেয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে নিয়ম ছিল- ঋণপত্র খোলার পর এসব পণ্য আনতে ১৮০ দিন সময় পেত আমদানিকারকরা। এখন সময় বাড়িয়ে ৩৬০ দিন অর্থাৎ এক বছর করা হয়েছে। উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় সকল গণজমায়েত এড়িয়ে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে দেশের সকল উৎপাদনশীল কলকারখানা। যদিও সীমিত পরিসরে রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলার কথা বলছেন সংশ্লিষ্টরা। এ সময় করোনার এই দুর্যোগে কৃষি কাজকে আরও উৎসাহিত করতে এ সুবিধাদি দিচ্ছে সরকার।
×