ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণের জন্য ইউএনওর অফিস ঘেরাও

প্রকাশিত: ০৯:১৮, ২২ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণের জন্য ইউএনওর অফিস ঘেরাও

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইলে খাবারের দাবিতে উপজেলার কয়েকটি ইউনিয়নে নারী-পুরুষ ও শিশুসহ অসংখ্য মানুষ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে কয়েক ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এ সময় তারা ত্রাণের দাবিতে ‘আর কত থাকব উপবাস, খাবার দে’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ভুক্তভোগীরা জানান, উপজেলার সৈয়দ টোলা, ব্যাপারীপাড়াসহ কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধি তাদের সরকারী ত্রাণ দেয়ার কথা থাকলেও তারা তা পাননি। এতে চলমান সঙ্কটে কর্মহীন এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বাধ্য হয়েই মঙ্গলবার দুপুরে তারা এই কর্মসূচী পালন করে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিক্ষুব্ধদের ত্রাণের আশ্বাস দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। রংপুরে ইউপি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, ত্রাণের দাবিতে উপজেলা পরিষদে মানববন্ধন ও বিক্ষোভে ইন্ধন দেয়ার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলার ফিরোজ আমিন নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের সদস্য। সোমবার (২০ এপ্রিল) পীরগাছা থানায় বিশেষ নিরাপত্তা আইনে মামলা দায়ের হলে ওইদিন রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানা যায়, সোমবার সকালে ৭ নং ওয়ার্ডের কিছু নারী-পুরুষ ত্রাণের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় ইউপি সদস্য ফিরোজ আমিন মোবাইল ফোনে ও ঘটনাস্থলে উপস্থিত থেকে ইন্ধন দেন বলে পুলিশ দাবি করে। এ ঘটনায় পীরগাছা থানার এসআই জিয়া বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
×